by Nk Nasir | 19th September, 2018
Data charges may apply
1.8K Likes
ওয়েডিং ফটোগ্রাফিতে ডিপ্লোমা
ফটোগ্রাফি এমন একটা ব্যতিক্রমী পেশা যেখানে স্থায়ী কোন চাকরি না থাকলেও নিয়মিত পাওয়া যাবে সম্মান ও সম্মানী!
এখন মানুষ চায় জীবনের গুরুত্বপূর্ণ সব ধাপগুলো সময়ের মধ্যে আঁটকে ফেলতে আর বিশেষ কোন মুহূর্তকে আঁটকে ফেলার একমাত্র উপায় হচ্ছে ফটোগ্রাফি। তথ্য-প্রযুক্তি নির্ভর বর্তমান দুনিয়ায় একটি ক্যামেরা হতে পারে আপনার আয়ের উৎসও। একজন ফটোগ্রাফার যেমন কাজের ক্ষেত্রে পায় স্বাধীনতা, তেমনি সে পায় যথেষ্ট সম্মানীও।
বর্তমানে একেকজন ফটোগ্রাফার একেক বিষয়ের উপর দক্ষ। কেউ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, কেউ ন্যাচারাল ফটোগ্রাফার, কেউ ফ্যাশন ফটোগ্রাফার, কেউ পোষা প্রাণীদের ছবি তোলে, কেউবা আবার খেলাধুলার ছবি তোলে, কেউ কেউ আবার খাবারের ছবিও তুলে বেড়ায়। যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনে ফটোগ্রাফিটা ঝালাই করে নিতে চান আর সাথে সাথে কিছু অর্থও উপার্জন করতে চান, তাদের জন্য বেষ্ট অপশন হল ওয়েডিং ফটোগ্রাফি বা বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা।
সাধারণত কোন একটা বিয়ের অনুষ্ঠানে বর-কনে সহ অনুষ্ঠানে আমন্ত্রিত সবার ছবি তোলাই হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি। এক্ষেত্রে ফটোগ্রাফার এমন কিছু ছবি তুলে থাকেন যা কোন এক নতুন দম্পতির সারাজীবনের সম্পদ হয়ে থাকে।
একটি স্বনামধন্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি ম্যাগনিটো ডিজিটাল লিমিটেড-এ কর্মরতফয়সাল সাইদ পলাশ ওয়েডিং ফটোগ্রাফি সম্পর্কে বললেন-
‘খুবই মজাদার এবং চ্যালেঞ্জিং একটি কাজ হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি। আমি প্রায় ৩ বছর ধরে এই পেশায় আছি। কর্ম-সন্তুষ্টির পাশাপাশি যথেষ্ট সম্মানীও পাচ্ছি। আমি মনে করি, যাদের ফটোগ্রাফিতে আগ্রহ আছে তারা এটাকে পেশা হিসেবে নিলে নিজে যেমন সফল হবে তেমনই মানুষ পেয়ে যাবে তাদের মুহূর্তগুলো ফ্রেমে আঁটকে ফেলার নির্ভরতার প্রতীক।’
তবে এজন্য ফটোগ্রাফারকে তুলতে হবে দুর্দান্ত কিছু ছবি যেখানে লাইট ব্যালেন্স, ফ্রেমিং, ফোকাসিং সবকিছু ঠিক থাকবে। ফটোগ্রাফারের কিছু সেট তৈরি করতে হবে, দক্ষতা থাকতে হবে আর প্রযুক্তিগত তথ্য জানা থাকতে হবে।
এত কিছু জানবেন কীভাবে? কার কাছ থেকে?
এসব প্রশ্নের উত্তর পেতে আপনার যা প্রয়োজন, তা হলো ‘ওয়েডিং ফটোগ্রাফি’র ওপর দারুণ একটি কোর্স। Shaw Academy আপনাকে দিচ্ছে সেই সুযোগ।
আমাদের দেশে বর্তমানে অনেক প্রতিষ্ঠানেই শেখানো হয় ওয়েডিং ফটোগ্রাফি। তাছাড়া আপনি যদি অনলাইনে ওয়েডিং ফটোগ্রাফি শিখতে চান তাহলে ভর্তি হয়ে যেতে পারেন Shaw Academy-এর ওয়েডিং ফটোগ্রাফির ডিপ্লোমা কোর্সে। Shaw Academy-এর‘Professional Diploma in Wedding Photography’ কোর্সটিতে অংশ নিয়ে আপনিও গড়ে তুলতে পারবেন চমৎকার একটি ক্যারিয়ার।
এই কোর্সটিতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আপনি, তার মধ্যে রয়েছে-
· কীভাবে সুন্দর ফ্রেমিং করবেন?
· কীভাবে মনমুগ্ধকর লোকেশন খুঁজে বের করবেন?
· কীভাবে অ্যাকুরেট ফোকাসিং করে ছবি তুলবেন?
· কীভাবে নিজের দক্ষতা ঝালাই করবেন?
· কীভাবে আপনার দক্ষতার প্রসার ঘটাবেন?
· কীভাবে ভালো ছবি তুলে মানুষের মনে জায়গা করে নিবেন?
· কীভাবে মানুষ আপনার কথা জানবে?
· অন্য ফটোগ্রাফারদের চেয়ে কীভাবে আপনার কাজ বেশি ভালো হবে?
· কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে আপনার দক্ষতা কাজে লাগাবেন?
সঙ্গে থাকছে ওয়েডিং ফটোগ্রাফি জগতের অধিপতি হয়ে ওঠার ছোট ছোট কলাকৌশল।
কীভাবে করবেন রেজিস্ট্রেশন?
WowBox ব্যবহারকারীদের জন্য Shaw Academy-র পক্ষ থেকে রয়েছে দারুণ চমক! Shaw Academy-তে রেজিস্ট্রেশনকারী WowBoxব্যবহারকারীদের মধ্যে ভাগ্যবান বিজয়ীরা পাবেন Shaw Academy-র লাইফটাইম মেম্বারশিপ! ফলে আজীবনই এর সেবাগুলো তারা পাবেন বিনামূল্যে।
এছাড়া বর্তমানে Shaw Academy-র কোর্সগুলোতে রেজিস্ট্রেশন করলে আপনি পাচ্ছেন পুরো এক মাসের ফ্রি মেম্বারশিপ। তাহলে দেরি না করে এখনই ক্লিক করুন নিচের বাটন-এ, আর সেরে ফেলুন আপনার রেজিস্ট্রেশনঃ
"Shaw Academy'র Professional ডিপ্লোমা কোর্সগুলো European Qualification Framework-এর দ্বারা স্বীকৃত ও সারা বিশ্বে সমাদৃত।”
Comments