অন-লাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে জমিয়ে ব্যবসা করে নিতে চান?
কিন্তু কী করে দাঁড় করাবেন আপনার ব্যবসা, কী করে খুঁজে পাবেন আসল ক্রেতাদেরকে, তারাই বা এত এত বিক্রেতার ভিড়ে আপনার পণ্যের প্রতিই কেন আকৃষ্ট হবে?
এসব প্রশ্নের উত্তর পেতে আপনার যা প্রয়োজন, তা হলো ডিজিটাল মার্কেটিং-এর ওপর দারুণ একটি কোর্স। Shaw Academy আপনাকে দিচ্ছে সেই সুযোগ। এর Professional Diploma in Digital Marketing কোর্সটিতে অংশ নিয়ে আপনিও গড়ে তুলতে পারবেন ডিজিটাল মার্কেটিং-এর ওপর চমৎকার একটি ক্যারিয়ার।
ডিজিটাল মার্কেটিং কী ও কেন?
এক কথায়, ডিজিটাল মার্কেটিং বলতে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকেই বোঝায়। এর গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো ইন্টারনেট। আধুনিক যুগে এটি হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। তার কারণ, এটির মাধ্যমে কম খরচেই করে ফেলা সম্ভব পণ্যের প্রচার। তবে সফল ডিজিটাল মার্কেটিং-এর জন্য আপনার জেনে নেয়া প্রয়োজন কিছু টিপস।
কেন করবেন Shaw Academy-র Professional Diploma in Digital Marketing কোর্স?
ব্যবসা বা মার্কেটিং-এর জন্য অনলাইন প্ল্যাটফর্ম শুধু ব্যবহার করলেই হবে না, এতে সফল হওয়াও গুরুত্বপূর্ণ। এর জন্য আপনার জানা থাকতে হবে কিছু কলাকৌশল। সেই টিপসগুলো সম্পর্কেই আপনি জানতে পারবেন এই কোর্সটি থেকে। দেশের একটি স্বনামধন্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি ম্যাগনিটো ডিজিটাল লিমিটেড-এ কর্মরত মো. জোবায়ের বিন শফিক কোর্সটি সম্পর্কে বললেন-
“আমি প্রায় ৪ বছর ধরে এই সেক্টরে কাজ করছি। আমি যখন এখানে আসি, তারপর থেকে ডিজিটাল মার্কেটিং-এর প্ল্যাটফর্ম দিন দিন বড় হয়েই চলেছে। সাথে বেড়ে চলেছে সুযোগ। বিচক্ষণ প্রতিটি ব্যক্তিই এই সুযোগ কাজে লাগাবেন।‘
এখন ক্যারিয়ার গড়ে তোলার জন্য তরুণদের দারুণ একটি পছন্দ ডিজিটাল মার্কেটিং-এর সেক্টর। কম খরচে এর প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যায় বলে এ সময়ের ব্যবসায়ীরা পণ্যের প্রচারের জন্য এটির দিকেই ঝুঁকছেন। সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য কারা আপনার পণ্যটি শেষ পর্যন্ত কিনবে, কীভাবে আপনি আপনার আসল ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন, সফল ডিজিটাল মার্কেটিং-এর কলাকৌশলগুলো কী ও ডিজিটাল মিডিয়ার ব্যবহার কী রকম, এ সম্পর্কে জানাশোনার কোন বিকল্প নেই। এই ব্যাপারগুলো জানলেই এই সেক্টরে গড়ে তোলা সম্ভব চমৎকার একটি ক্যারিয়ার। তাই এ ধরনের কোর্সের প্রয়োজনীয়তা রয়েছে।”
কী থাকছে এই কোর্স-এ?
এই কোর্সটিতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আপনি, তার মধ্যে রয়েছে-
• কীভাবে গড়ে তুলতে পারবেন একটি সফল অনলাইন ব্যবসা?
• কীভাবে চিনবেন আপনার আসল ক্রেতাদেরকে?
• কীভাবে খুঁজে পাবেন আপনার ক্রেতাদেরকে?
• ক্রেতারা কীভাবে বা অন্যান্য বিক্রেতাদের মাঝে আপনাকে খুঁজে পাবেন?
• কীভাবে ফেসবুকের মত সামাজিক যোগাযোগের মাধ্যমকে ডিজিটাল মার্কেটিং-এর কাজে লাগাবেন?
সঙ্গে থাকছে ডিজিটাল মার্কেটিং জগতের অধিপতি হয়ে ওঠার ছোট ছোট কলাকৌশল।
কীভাবে করবেন রেজিস্ট্রেশন?
WowBox ব্যবহারকারীদের জন্য Shaw Academy-র পক্ষ থেকে রয়েছে দারুণ চমক! Shaw Academy-তে রেজিস্ট্রেশনকারী WowBox ব্যবহারকারীদের মধ্যে ভাগ্যবান বিজয়ীরা পাবেন Shaw Academy-র লাইফটাইম মেম্বারশিপ! ফলে আজীবনই এর সেবাগুলো তারা পাবেন বিনামূল্যে।
এছাড়া বর্তমানে Shaw Academy-র কোর্সগুলোতে রেজিস্ট্রেশন করলে আপনি পাচ্ছেন পুরো এক মাসের ফ্রি মেম্বারশিপ। তাহলে দেরি না করে এখনই ক্লিক করুন নিচের বাটন-এ, আর সেরে ফেলুন আপনার রেজিস্ট্রেশনঃ
Comments